স্থানীয় কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Published : 10 Feb 2024, 08:02 AM
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ইউনিসেফের সহায়তায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হয়ে গেল শিশু ও কিশোর-কিশোরীদের খেলাধুলা।
বুধবার বিকালে উপজেলার তেঁতুলতলায় বালুর মাঠে ‘আমাকে খেলতে দাও’ শীর্ষক এ আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।
শিশু সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার মো. কাওছার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এবং বটিয়াঘাটা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শওকত কবির।
স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।
অন্যদের মধ্যে বটিয়াঘাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলাবিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তসহ ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]