আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
Published : 30 Jan 2024, 09:18 AM
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার মত কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
গত শুক্রবার আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে প্রথমে ‘জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’শিরোনামে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় তুমুল আলোচনা।
যদিও ভিডিওটি সম্পাদনা করা হয়েছে বলে দাবি করে বাপ্পী ফেইসবুকে দেওয়া এক পোস্টে বলেন, চক্রান্তকারীরা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]