সিরাজগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০

মামলার বাদী পুলিশ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2023, 01:12 PM
Updated : 12 Feb 2023, 01:12 PM

সিরাজগঞ্জে বিএনপির প্রায় ৫০০ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে; পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১০।

শনিবার রাতে সদর থানার এসআই সাইফুল ইসলাম এবং কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দুটি করেন বলে ওসি হুমায়ুন কবির জানান।

মামলায় সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি, ১১টি মোটরসাইকেল পোড়ানো ও ভাঙচুরের অভিযোগ আনা হয়।

পুলিশের মামলায় ১৯৩ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাতনামা ২/৩শ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মামলায় আসামি একই।

দুই মামলায় শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। 

গ্রেপ্তাররা হলেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম, হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান এবং আল-আমিন। গ্রেপ্তার আরেক জনের নাম জানা যায়নি।

ওসি হুমায়ুন কবির বলেন, শনিবার সকালে বিএনপি পদযাত্রার নামে কালিয়া হরিপুর ইউপির পাইকপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল পোড়ানো ও ভাংচুর করে।