এতে কয়েকশ ব্যারেল তেল, পাশের কয়েকটি বসতঘর ও গবাদিপশু পুড়ে গেছে।
Published : 15 Apr 2024, 11:48 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলভর্তি একটি ট্যাংক লরি, কয়েকশ ব্যারেল তেলসহ দোকান ও কয়েকটি ঘর পুড়ে গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাটিরঘর এলাকার উত্তরা ট্রেডার্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শামছুল আলম।
উত্তরা ট্রেডার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, বিকালে মেঘনা পেট্রোলিয়ামের একটি ট্যাংক লরি থেকে তেল নামানোর সময় হঠাৎ আগুন লাগে। এতে লরিটি ভস্মীভূত হয়ে যায়। পাশের দোকানে আগুন ছড়ালে সেখানে থাকা অসংখ্য গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
এক পর্যায়ে আগুন পাশের বসত বাড়িতেও ছড়ায়; এতে কয়েকটি ঘর, পাঁচটি গরু এবং দোকানের কয়েকশ ব্যারেল তেল পুড়ে গেছে বলে জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের শিবগঞ্জ, সোনাতলা, গোবিন্দগঞ্জ ও বগুড়া সদরের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিসের শামছুল আলম।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণার কথা জানান তিনি।
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।