ফেনীর অস্ত্র মামলার দণ্ডিত আসামি ৭ বছর পর ঢাকায় গ্রেপ্তার

২০১৩ সালে আবু মুছাকে একটি এলজি ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 11:12 AM
Updated : 7 June 2023, 11:12 AM

ফেনীতে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে সাত বছর পর ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

গ্রেপ্তার আবু মুছা ওরফে মনছুর ওরফে পিচ্চি মনছুর (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর মটুয়া গ্রামের বাসিন্দা।

আদালতের রায় ও মামলার বরাত দিয়ে মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ২০১৩ সালে ৪ মার্চ পূর্ব ছাগলনাইয়া এলাকা থেকে ডাকাতি, হত্যা ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ আটটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আবু মুছাকে একটি এলজি ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী সাইফুল ইসলাম রবুকে (২৬) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

তিনি বলেন, ওই অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। ২০১৬ সালে আসামি আবু মুছা আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যান। পুলিশের তদন্ত এবং সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আবু মুছাকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার আবু মুছা ছদ্মনামে সাত বছর ধরে দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক কাজের পাশাপাশি চকবাজার এলাকায় একটি লেডিস ব্যাগ তৈরির কারখানায় কাজ করে আসছিলেন।

আসামিকে বুধবার দুপুরে ছাগলনায়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।