সেতুর স্টেজিংয়ে এসে আঘাত করায় শাটারিং নষ্ট হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী।
Published : 20 Jun 2024, 06:30 PM
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুতে প্রবল ধাক্কা দিয়েছে একটি বালুবাহী ট্রলার ও ড্রেজারের নৌকা। তাতে সেতুর একটি স্প্যানের উপরে গার্ডার নির্মাণের শাটার ভেঙে ভেসে গেছে।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে উপজেলার বিন্নাখুলি এলাকায় নির্মাণাধীন ওই সেতুতে আঘাত করে পাহাড়ি ঢলে ভেসে এসে বালু বোঝাই একটি নৌকা।
সেতুর ‘স্টেজিংয়ে’ এসে আঘাত করায় শাটারিং’ নষ্ট হয়েছে জানিয়ে প্রকৌশলী বলেন, “এতে মূল সেতুর কোনো ক্ষতি হওয়ার কথা না। সেতুর স্প্যানগুলো আরসিসি থাকায় সুরক্ষিত। তবে নির্মাণকাজের জন্য কাঠ, ও লোহা দিয়ে যে কাঠামো বানানো হয়েছিল, সেটা নষ্ট হওয়ায় ঠিকাদারের ৫-৬ লাখ টাকার ক্ষতি হবে।”
৭০২ মিটার দৈর্ঘ্যের ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী’ সেতুর ১৫টি স্প্যানের মধ্যে ১২টির কাজ শেষ হয়েছে। প্রতিটি স্প্যানে পাঁচটি করে গার্ডার রয়েছে। তার ওপর বসবে সেতুর স্ল্যাব বা পাটাতন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ২০১৮ সালে যাদুকাটা সেতুতে সিলেট বিভাগের দীর্ঘতম এ সেতুর কাজ শুরু হয়। প্রাথমিক ব্যয় ধরা হয় ১৫৫ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান তা পারেনি।
যাদুকাটা নদীতেও গত কয়েক বছর ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলন চলছে। সরকারিভাবে নদীর কিছু অংশ বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়। কিন্তু ইজারাদাররা সরকার নির্ধারিত মহালের বাইরে গিয়ে অবাধে বালু ও পাথর উত্তোলন করায় সেখানে গ্রামের পর গ্রাম নদীতে বিলীন হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, বালু বোঝাই বিশালাকৃতির বাল্কহেডটি প্রবল স্রোতে এসে সেতুর স্টেজিংয়ে ধাক্কা দেওয়ায় লোহার পাইপসহ জিনিসপত্র ভেসে যায়। ওই বাল্কহেডের সঙ্গে ড্রেজারের নৌকাটি বাঁধা ছিল।
এ ঘটনার জন্য অবৈধ বালু উত্তোলনকারীদের দায়ী করে স্থানীয় একজন বলেন, বালু বোঝাই নৌকাটি ছিল যাদুকাটা নদীর ইজারাদার রতন মিয়ার শ্যালক জাকির হোসেন ডালিমের।
এ ব্যাপারে জানতে চাইলে ইজারাদার রতন মিয়া বলেন, “প্রবল পাহাড়ি স্রোতে বালু বোঝাই নৌকাটি সেতুতে গিয়ে ধাক্কা দিয়েছে। সেজন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এটা ড্রেজারের নৌকা নয়।”
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “যাদুকাটা নদীতে ড্রেজার চালানো নৌকার ধাক্কা লাগার বিষয়ে মামলা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ছুটিতে থাকার কারণে মামলা দেরি হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতে বালুবাহী বল্কহেড ও ড্রেজার নৌকা জব্দ করা হয়েছে।"