তাদের ব্যবহৃত নাম্বারবিহীন অটোরিকশা ও দুইটি বাটন মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
Published : 01 Mar 2025, 12:40 AM
লক্ষ্মীপুরে সদর উপজেলায় ২১ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী।
শুক্রবার রাত ৯টার দিকে তিনি জানান, আটকদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটকরা হলেন- মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল। তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা।
উপপরিদর্শক প্রভাত বলেন, আটক তিনজন লক্ষ্মীপুর থেকে গাঁজা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নোয়াখালীর দিকে যাচ্ছিল। পথে মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি অভিযানিক দল অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু তারা অটোরিকশাটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় তাৎক্ষণিক অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গাঁজাগুলো পলিথিনের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, তাদের ব্যবহৃত নাম্বার বিহীন অটোরিকশা ও দুইটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে।
মামলার পর আটকদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।