পুলিশ জানায়, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
Published : 06 Mar 2025, 04:29 PM
নীলফামারীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী বলেন, বুধবার দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের (ডিমলা-ডোমার) সাবেক সংসদ সদস্য।
আরপিএমপি কমিশনার মজিদ বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আত্মগোপনে থাকা আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।”
মজিদ আলী সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে।
ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার।