“স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
Published : 10 Dec 2024, 08:18 PM
নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ভালাইন ইউনিয়নের জামদই গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান।
গ্রেপ্তার ৪৬ বছর বয়সী গোলাম মোস্তফা জামদই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ওসি মনসুর বলেন, “বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভালাইন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, জবর দখল, টেন্ডার, চাঁদাবাজি, বালু মহাল নিয়ন্ত্রণ, সাধারণ জনগণকে অন্যায়ভাবে আটক করে মারধর, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারধরসহ থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি একজন তালিকাভুক্ত অপরাধী।”
তিনি বলেন, “বিগত সরকারের সময়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেপোরোয়া হয়ে ওঠেন গোলাম মোস্তফা। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
তাকে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনসুর রহমান।