শহরতলীর ওই হোটেলটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশেপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, বলছে পুলিশ।
Published : 18 Dec 2024, 03:11 PM
বগুড়ায় একটি আবাসিক হোটেলের ম্যানেজারকে ছুরিকাঘাতে হত্যা করেছে কয়েকজন যুবক।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে হোটেলের গেটে তাকে ছুরিকাঘাত করা হয়, পরে রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী।
নিহত বিপুল মিয়া (৪২) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি বগুড়া শহরতলীর মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।
পুলিশ কর্মকর্তা আলমাস বলেন, দুপর দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের তর্কবিতর্ক হয়। একপর্যায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় যুবকরা।
গুরুতর আহত বিপুলকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় বিপুল মারা যান।
আলমাস বলেন, শহরতলীর ওই হোটেলটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশেপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
নিহত বিপুলের লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।