তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।
Published : 25 Sep 2024, 12:02 PM
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও ৯টি নৌযানসহ ২৮ শ্রমিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহারচর নামক স্থানে কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. জহির।
অভিযানে নেতৃত্ব দেন- মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এসআই জহির জানান, অভিযানের সময় নৌযান ও ড্রেজারে অবস্থান করা এই শ্রমিকদের আটক করা হয়। তারা চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
আটকরা ফাঁড়ির হেফজাতে রয়েছে। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ১০ সেপ্টেম্বর কোস্ট গার্ড ও চাঁদপুর নৌ পুলিশের আরেকটি যৌথ অভিযানে নৌযান ও ড্রেজারসহ ৩৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও একই আইনে মামলা হয়।