মোবাইলে যোগাযোগ করে মুন্সীগঞ্জের এক প্রবাসীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।
Published : 11 Jan 2025, 04:07 PM
রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে; যা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪০০ টাকায়।
শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার জেলে সিরাজ হলদারের হাজারি বড়শিতে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দৌলতদিয়া কেসমত মোল্লার আড়তে মাছটি নিয়ে আসেন সিরাজ হলদার। মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।
“পরে উন্মুক্ত নিলামে তিন হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেই।”
চান্দু মোল্লা আরও বলেন, মাছটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বেধে রেখেছিলাম। পরে মোবাইলে যোগাযোগ করে মুন্সীগঞ্জের এক প্রবাসীর কাছে ৩ হাজার ১৫০ টাকা কেজিতে ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করে দেওয়া হয়।
এর আগে গত ২৩ ডিসেম্বর পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছিল ১৮ কেজি ওজনের বোয়াল মাছ। কুশাহাটা চর এলাকার নদীতে ধরা পড়া মাছটি বিক্রি হয়েছিল ৫২ হাজার ২০০ টাকায়।