ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ওসি জানান।
Published : 11 May 2024, 06:58 PM
নওগাঁর মান্দা উপজেলায় আম বাগান থেকে নিখোঁজ এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার মীরপুর গ্রামের মাঠে লাশটি পাওয়া যায় বলে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান।
নিহত আলেফ উদ্দিন (৫০) উপজেলার গণেশপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বিবি বলেন, “শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমার স্বামী প্রতিদিনের মত খুদুর মোড়ে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে মীরপুর গ্রামের মাঠে আফছার আলীর আম বাগানে তার মরদেহ পাওয়া যায়।”
তিনি বলেন, “কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
ওসি মোজাম্মেল বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।