“পালিয়ে যাওয়ার সময় খাদিজাকে আটক করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।”
Published : 12 Aug 2024, 06:27 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের খোসালখালী গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান।
নিহত হোসাইন (৩০) ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।
পরিবারের বরাতে ইউপি চেয়ারম্যান নজরুল বলেন, “পারিবারিক কলহের জেরে ধারাল অস্ত্র দিয়ে হোসাইনকে গলাকেটে হত্যা করেন তার স্ত্রী খাদিজা।
“পরে পালিয়ে যাওয়ার সময় খাদিজাকে আটক করা হলে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে খুলনা হরিনটানা থানায় হস্তান্তর।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিত দাশ বলেন, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপপরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।