২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়ির অদূরে মিলন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
Published : 11 Mar 2025, 06:24 PM
নেত্রকোণায় কলমাকান্দা উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহজাহান মিয়া (২১) এবং যাবজ্জীবনপ্রাপ্ত মো. আবুল বাশার ওরফে বাদশা মিয়া দুজনই উপজেলার কালাইকান্দি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী বলেন, মিলন মিয়া (২০) ও শাহজাহান মিয়া কালাইকান্দি প্রাইমারি স্কুলের মোড়ে ব্যবসা করতেন। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিল। শাহজাহান মিয়া একপর্যায়ে ধার হিসেবে মিলন মিয়ার কাছ থেকে দেড় লাখ টাকা নেন। পরে এই টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।
মিলন মিয়া ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। পরদিন বাড়ির অদূরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি নিহতের বড় ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে মো. শাহজাহান মিয়ার নাম উল্লেখ করে আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পিপি আবুল হাসেম বলেন, আসামি আবুল বাশার ওরফে বাদশা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী এম নজরুল ইসলাম খান বলেন, তারা সঠিক বিচার পাননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।