“হান্নানের বাহিনী সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল।”
Published : 27 Feb 2025, 08:47 PM
বাগেরহাটে দেশীয় অস্ত্রসহ সাত ‘বনদস্যুকে’ গ্রেপ্তার করেছে উপকূল রক্ষীবাহিনী কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ।
গ্রেপ্তাররা হলেন- সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান মো. হান্নান (৬৫), তার সহযোগী মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)। তাদের সবার বাড়ি বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।
লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বলেন, “বুধবার রাতে বনদস্যু বাহিনী প্রধান হান্নান ও তার সহযোগীরা সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে যেতে প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় কোস্ট গার্ডের একটি দল। পরে তারা রামপাল উপজেলার খেয়াঘাটে গিয়ে প্রথমে বনদস্যু বাহিনী প্রধান হান্নান ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
“পরে হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বাঁশতলী এলাকা থেকে তার অপর দুই সহযোগীর কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও তিনটি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করে।“
তিনি আরও বলেন, “সম্প্রতি হান্নান নিজ নামে বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।”
গ্রেপ্তারদের রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।