বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
Published : 03 Dec 2024, 04:48 PM
নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, আগের রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নজরুল ইসলাম বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় শিক্ষার্থীসহ চারজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।