“সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।”
Published : 16 Apr 2025, 04:32 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টায় মেরিন ড্রাইভে উপজেলার সদর ইউনিয়নের কোনার পাড়ায় পাশে নির্মাণাধীন ভবনের একটি জায়গায় গ্রেনেডটি পাওয়া যায় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।
তিনি বলেন, “ওই এলাকায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের খোলা জায়গায় একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেছে।
“ঘটনাস্থলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে ঘিরে রেখেছে। আর হ্যান্ড গ্রেনেড পাওয়ার বিষয়টি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে।”
ওসি বলেন, “সেনাবাহিনীর বিশেষ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।”
গিয়াস উদ্দিন বলেন, “উদ্ধার করা গ্রেনেডটি কারা, কীভাবে এখানে এনে ফেলে রেখেছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”
তবে উদ্ধার করা গ্রেনেডটি কোন দেশের তৈরি তা নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।