কুকুর ডাকার শব্দে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন।
Published : 30 Oct 2024, 01:50 PM
নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার ভোররাতে সদর উপজেলার তুলারামপুর এলাকার নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-নুরনবী (২৩) ও দুলাল (২৪)। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। ভোরে ওই এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নান নামের একজনের বাড়িতে তিনজন গরু চুরি করতে যায়। এ সময় কুকুর ডাকার শব্দে বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন।
এ সময় গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনি দিলে তিনজন নিহত হয়। পরে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনে কথা বলে জানা যায় যে, ওই তিনজনের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।
ওসি সাজেদুল বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনজনের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে। আরেকজনেরটা বের করার চেষ্টা চলছে।”