জুমার নামাজের ইমামতি করেন ভারতের মাওলানা সাদ কান্ধালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
Published : 14 Feb 2025, 05:33 PM
টঙ্গীতে তুরাগ নদীর তীরে দ্বিতীয় ধাপের ইজতেমার প্রথম দিন শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ।
তাবলিগ জামাতের ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লাখ লাখ মানুষ এতে অংশ নেন।
জুমার নামাজের ইমামতি করেন ভারতের মাওলানা সাদ কান্ধালভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
দুপুর ১২টার মধ্যেই লাখো মানুষের আগমনে ইজতেমার পুরো ময়দান পূর্ণ হয়ে যায়।
এর আগে শুক্রবার সকাল থেকে ইজতেমামুখি মানুষের স্রোত নামে টঙ্গীর তুরাগতীরে।
দুপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠ ছাড়িয়ে বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদ, মহাসড়ক ও অলি-গলিতে পাটি, চটের বস্তা, মাদুর, কাগজ বিছিয়ে বসেন জুমার নামাজে শরিক হতে।
দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার নামাজের আজান হয়; দেড়টায় খুৎবা শুরু হয়। এরপর ১টা ৫০ মিনিটে হয় নামাজের জামাত।
এর আগে উপস্থিত লাখ লাখ মানুষের উদ্দেশে যথারীতি তাবলীগের ছয় উসুলের বিষয়ে আমবয়ানের মাধ্যমে তিনদিনের ইজতেমার কার্যক্রম শুরু হয় শুক্রবার ভোরে।