“বিএসএফের সদস্যরা রাজুকে দেখতে পেয়ে গুলি করতে শুরু করে।”
Published : 05 Jul 2024, 01:14 PM
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান।
নিহত ২৮ বছর বয়সী রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।
ওসি ফিরোজ বলেন, “গরু চোরাকারবারিরা নগরভিটা সীমান্ত এলাকায় গেলে বিএসএফের সদস্যরা রাজুকে দেখতে পেয়ে গুলি করতে শুরু করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
রাজুর লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে বলে জানান তিনি।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি। বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”