দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বিরোধ চলেছিল।
Published : 26 Jan 2025, 12:31 PM
নরসিংদীর রায়পুরায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।
নিহতরা হলেন- বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে আলমগীর হোসেন আলম (১৯) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আলী আহমেদ (২৩)।
স্থানীয়দের বরাতে ওসি আদিল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সঙ্গে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের বিরোধ চলেছিল।
এর জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলী আহমেদ।
এছাড়া অন্য আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সংঘর্ষে দু্জন নিহতের তথ্য পেয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।