“নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয় যায়নি।”
Published : 15 Oct 2024, 06:06 PM
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার পূর্ব চর বলেশ্বর গ্রাম থেকে লাশটি উদ্ধারের খবর জানান ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
নিহত হরলাল শিকারি (৭০) পূর্ব চর বলেশ্বর গ্রামের যতীন্দ্রনাথ শিকারীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী কঙ্গনা সরকার বলেন, তিনি এবং তার স্বামী আলাদা ঘরে থাকতেন। সকালে ঘুম থেকে উঠে হারলালের ঘরে তালা দেখতে পান। এরপর ঘরের পাশেই পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেন স্বজনরা।
এ সময় হরলালের হাত একটা টর্চ লাইট ছিল বলে জানান তিনি।
ওসি মারুফ বলেন, “নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয় যায়নি। ময়নাাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”