ছোট ট্রান্সমিটারগুলো কচ্ছপদের চলাফেরা, অবস্থান ও নিদ্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে, বলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা।
Published : 19 Dec 2024, 10:16 PM
ট্রান্সমিটারসহ মহা বিপন্ন প্রজাতির ছয়টি হলুদ কচ্ছপ লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে।
বুধবার বিকালে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্যোগে কচ্ছপগুলো উদ্যানের জানকিছড়া এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান।
তিনি বলেন, হলুদ কচ্ছপগুলো বর্তমানে মহা বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে। লাউয়াছড়া বনে এর বসবাস রয়েছে। ক্রিয়েটিভ কনজারভেশন এল্যায়েন্সের উদ্যোগে তারা এ ছয়টি প্রাণীর মধ্যে ট্রান্সমিটার সংযুক্ত করে বনে অবমুক্ত করেছেন।
তিনি জানান, এই ট্রান্সমিটারগুলো খুবই ছোট। এর ওজন মাত্র ১৫ গ্রাম। এগুলো কচ্ছপদের চলাফেরা, অবস্থান ও নিদ্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
কচ্ছপ ছাড়ার সময় সেখানে থাকা ঢাকার আগারগাঁও বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “দেশীয় গবেষণা সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স-সিসিএ’র উদ্যোগে গাজীপুর থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। পরে ট্রান্সমিটার সংযুক্ত করে লাউয়াছড়া বনে ছাড়া হয়।”
তার দাবি, পৃথিবীব্যাপী এই কচ্ছপ এখন ‘রেড মার্কিং’ এ রয়েছে। এটিকে অনেকে হলুদ পাহাড়ি, আবার কেউ কেউ সোনালি কচ্ছপও বলেন।
সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন বলেন, “কচ্ছপগুলো ২-৩ বছর বয়সি। গায়ে লাগানো ট্রান্সমিটার তাদের চলাফেরা, বিশ্রাম এবং অন্য আচরণের তথ্য সংগ্রহ করতে গবেষকদের সাহায্য করবে।”
তিনি বলেন, এ প্রজাতির কচ্ছপের ইংরেজি নাম Elongated Tortoise আর বৈজ্ঞানিক নাম Indotestudo elongata।
লাউয়াছড়ার বিট অফিসার আনিস আহমেদ বলেন, বনের জানকীছড়া এলাকায় এগুলো অবমুক্ত করা হয়েছে। বনের ভেতরে যেন কেউ এগুলো ধরে নিয়ে যেতে না পারে সে দিকে তারা কড়া নজর রাখবেন।