জনতার ধাওয়া খেয়ে দুজন পালিয়ে যান বলে জানায় পুলিশ।
Published : 06 Sep 2024, 08:30 PM
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গেলে ছয় জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় দুই জন পালিয়ে যান।
কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জোতকুরা গ্রামে একটি মাইক্রো বাসে চড়ে ডাকাতি করতে এলে স্থানীয় জনতা তাদের চ্যালেঞ্জ করে।
এক পর্যায়ে সন্দেহ হলে ছয় জনকে ধরে ফেলে ও দুজন দৌড়ে পালিয়ে যান।
আটকদের কাছ থেকে পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, পুলিশের বেল্ট, আগ্নেয়াস্ত্র রাখার খাপ, ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মাইক্রো বাসে পুলিশ লেখা স্টিকারও লাগানো ছিল বলে পুলিশ জানিয়েছে।
ওসি মো. জিল্লুর রহমান আরো বলেন, আটকদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।