৩ মার্চ সাজেক যাওয়ার পথে গাড়ির গতিরোধ করে তাদের তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের পরদিন ছেড়ে দেওয়া হয় বলে জানান ওসি।
Published : 10 Mar 2025, 03:37 PM
খাগড়াছড়িতে সাজেক যাওয়ার পথে আট পর্যটককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
আটকরা হলেন- বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়া বেগম। তারা চিটিং টিলা এলাকার বাসিন্দা।
ওসি জাকারিয়া বলেন, ২ মার্চ রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরে বাসিন্দা মো. খলিলুর রহমানসহ তারা আট বন্ধু সাজেকে ঘুরতে যাওয়ার উদ্দেশে খাগড়াছড়ি আসেন। পরদিন তারা খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার উদ্দেশে রওয়ানা হন।
“সকাল সাড়ে ১০টায় দীঘিনালার নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারীরা গাড়ির গতিরোধ করে তাদেরকে একটি আমবাগানের নিয়ে যায়। সেখানে সারা রাত তাদের আটকে রেখে বিভিন্ন মোবাইল ব্যাংকিকের মাধ্যমে সাত লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। ৪ মার্চ তাদের ছেড়ে দেওয়া হয়।”
পরে ভুক্তভোগীরা স্থানীয়দের মাধ্যমে টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে রোববার ঘটনাটি দীঘিনালা থানা-পুলিশকে জানান।
ওসি বলেন, ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি একটি দেশি অস্ত্র।
এ ঘটনায় আটক চারজনসহ আটজনের নাম উল্লেখ করে অপহরণের শিকার খলিলুর রহমান মামলা করেছেন বলে জানান ওসি জাকারিয়া।
সোমবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।