রাতে মসজিদে শবে বরাতের নামাজ শেষে মিলাদের পর মিষ্টি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
Published : 15 Feb 2025, 01:55 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শবে বরাতের নামাজ শেষে মিলাদে মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন।
অসুস্থরা হলেন- দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম এবং সাইদুল ইসলাম সোহান। সবাই বহরপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রোগী ও তাদের স্বজনরা জানান, রাতে শবে বরাতের নামাজ শেষে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেওয়া মিষ্টি (চমচম) খাওয়ার পরপর ১২ জন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন। চারজন বেশি অসুস্থ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।
ওসি জামালউদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার বাসিন্দা জিল্লুর রহমান এবং আব্দুল খালেককে আটক করা হয়েছে।