শনিবার বগুড়া শহরের সাতমাথায় গণসমাবেশে তিনি একথা বলেন।
Published : 02 Nov 2024, 08:05 PM
আওয়ামী লীগ দেড় দশক ক্ষমতায় থেকে লুটপাটের রাজত্ব কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ এ দেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে।
“যে দেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিলো সেই দেশে আবারো নতুন করে অনেককে জীবন দিতে হয়েছে। আমরা দেশে শেখ হাসিনার মত আর কোনো স্বৈরাচারী সরকার চাই না। আমরা স্বপ্নের বাংলা গড়তে চাই। যে দেশ হবে স্বৈরাচারমুক্ত, লুটেরামুক্ত।”
শনিবার বিকালে বগুড়া শহরের সাতমাথায় নাগরিক ঐক্য আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নাগরিক ঐক্যর সভাপতি বলেছেন, “দীর্ঘ ১৫ বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে দেশে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।
“এই দেশে আর কোনো স্বৈরাচার সরকারের ঠাঁই হবে না। আমরা এখন নতুন দেশ গড়বো। যে দেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার থাকবে না।”
নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলার সাবেক সদস্যসচিব মামুনুর রশিদ মামুন, পাপ্পু ইসলাম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক এনামুল সরকার।