“ওই ব্যক্তি রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।”
Published : 11 Sep 2024, 04:06 PM
নাটোর সদরের রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার ভোরে রেলওয়ে স্টেশন রেলগেট সংলগ্ন আপ সিগন্যালের পাশে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে নাটোর স্টেশনের মাস্টার কামরুন্নাহার জানান।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরনে সাদা লুঙ্গি এবং সবুজ রঙ্গের পাঞ্জাবি ছিল বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
স্থানীয়দের বরাতে কামরুন্নাহার বলেন, “আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।”
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।