পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে বের হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
Published : 28 Nov 2024, 12:45 PM
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ওলামা পরিষদ ও ইসলামী সমমনা দল।
বৃহস্পতিবার সকালে পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা খলিলুর রহমান, জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, শরীয়তপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মিজানুর রহমান ও মাওলানা জিয়াউল হক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
আইনজীবী আলিফ হত্যার বিচার চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ
এর আগে মঙ্গলবার বিকালে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে ‘হামলার শিকার’ হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়।
তার হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।