মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন ওই আইনজীবী।
Published : 27 Nov 2024, 06:01 PM
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বুধবার সকাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ সাধারণ আইনজীবীরা এই হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন।
এ সময় তারা, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার দাবি করেন।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে আহত হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন ওই আইনজীবী।
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
চুয়াডাঙ্গা:
সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে।
সকালে জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শামিম রেজা ডালিম।
এ সময় বক্তারা বলেন, আলিফ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনোক্রমেই হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও মাঠে নামতে হবে। কোনো আপস নয়, হত্যার বদলে ফাঁসি চাই।
বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আ স ম আব্দুর রউফ, মইনুল হোসেন, ওয়াহেদুজ্জামান বুলা, জালাল উদ্দিন।
পঞ্চগড়:
সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পঞ্চগড়ের আইনজীবীরা।
দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিলটি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।
বক্তারা বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় অ্যাজেন্ডার কাজ করছে।
তারা বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
এ সময় পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন উপস্থিত ছিলেন।
রাজশাহী:
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকাল ১০টায় রাজশাহী বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।
আবুল কাসেম বলেন, “এভাবে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
তিনি বলেন, হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরো বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ:
সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।
এ সময় তারা আইনজীবী হত্যার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।
মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, বিকালে আইনজীবী হত্যার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে নারায়ণগঞ্জ শহীদ মিনারে প্রতিবাদ সভা করে শিক্ষার্থীরা। এই সময় তারা ইসকন নিষিদ্ধেরও দাবি জানান।
ভোলা:
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার আইনজীবীরা।
বুধবার দুপুর ২টায় ভোলা জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ কর্মসূচি হয়।
জেলা আইনজীবী ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং মো. ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইফতারুল হাসান শরীফ, মো. ইলিয়াস সুমন, মো. মহিউদ্দিন হেলাল, মো. তুহা, জিয়াউর রহমান, মো. মহাসিন, আরিফুর রহমান, আদিল মাহমুদ।
বক্তারা, আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান, মো. সফিউল্লাহ, রেজাউল করিম ফারুক, শাহ আহসান উল্যাহ সুমন, মো. আলমগীর হোসেন, হাসনাইন, আবু সাঈদ খুদরি, মো. মহিবুল্লাহ রাব্বি, এনায়েত, আব্দুল্লাহ আল ইসলাম ফাহাদ, ফরহাদ হোসেন, মো. মঞ্জু, মো. মনসুর, পলাশ।
ফেনী:
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে আইনজীবী, পলিটেকনিক শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার দুপুরে আদালত চত্বর ও শহরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক এসব কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও শোক-সম্প্রীতি সমাবেশ করেছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে খেজুর চত্বর, বড় মসজিদ, প্রেসক্লাব, মডেল থানা মোড় ঘুরে দোয়েল চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম, মো. ওমর ফারুক শুভ, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম বক্তব্য দেন।
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা দুপুরে ক্যম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর হাসপাতাল মোড়, একাডেমি মোড়, রেলগেইট, ফেনী কলেজ মোড় ঘুরে ট্রাংক রোড় দোয়েল চত্বরে এসে সমাবেশ করে।
এ সময় আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে পলিটেকনিকের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল বক্তব্য দেন।
অপরদিকে ফেনী জজ আদালত প্রাঙ্গণে আইআইইউসির ব্যানারে আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। মানববন্ধনে এপিপি ফরিদ উদ্দিন খাঁন নয়নসহ আইনজীবীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। ইসকন নিষিদ্ধ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
মেহেরপুর:
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মেহেরপুরে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বুধবার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি জেলা জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে সভা করে।
সভায় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের অপসারণ দাবি করেন।
তিনি বলেন, “জেলা প্রশাসক এখনো আওয়ামী লীগ প্রীতি ভুলতে পারছেন না। ১৮ নভেম্বর আইন মন্ত্রনালয়ের সলিসিটর বিভাগ মেহেরপুরে সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু এখনো নতুন জিপি, পিপিদের ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিক কোনো চিঠি না দিয়ে কালক্ষেপণ করছেন। ফলে, ৫ অগাস্ট পরবর্তী মামলা থেকে ফ্যাসিষ্ট আমলের সন্ত্রাসীরা খুব সহজেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে।”
তিনি দ্রুত জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন।
এতে আরো বক্তব্য দেন আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য মোখলেছুর রহমান স্বপন, আসাদুল আযম খোকন, কামরুল হাসান, এ এস এম সাইদুর রাজ্জাক, আবু সালেহ মোহাম্মদ নাসিম।
ফরিদপুর:
ইসকনকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব মামুনুল হক।
তিনি বলেছেন, “ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেওয়া হবে। ওরা আমাদের দেশের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় হেফাজত ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর হিন্দুদের নিরাপত্তা দেব আমরা।”
বুধবার বিকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আকবর আলী, মাওলানা জালাল উদ্দিন আহমেদ, মুফতি শরাফত হোসেন।
মামুনুল হক বলেন, “বিগত জালিম সরকার নিজেদের লোকদের বিচার বিভাগ ও প্রশাসন বিভাগে বসিয়ে ইচ্ছামত কাজ করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলেই আন্দোলনে জনরোষে পড়ে। শেখ হাসিনার মত তার পিতাও খুনের রাজত্ব কায়েম করেছিল, আর এ কারণেই ৭৫-এর সৃষ্টি হয়েছিল।”
নীলফামারী:
সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার দুপুরে জজ আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা অম্লান স্মৃতি পাদদেশে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি আবু মো. সোয়েম। সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সহসভাপতি মীর সেলিম ফারুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা আইনজীবী ফোরামের সহসভাপতি আল-মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, ল ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি আল ফারুক আব্দুল লতিফ, সহসভাপতি আনিছুর রহমান আজাদ, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ পাটোয়ারী।
বক্তরা হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।
একই দাবিতে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নীলফামারীর ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’ ব্যানারে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান আশিক, ইসমাইল হোসেন, সাইদুজ্জামান বাবু, রায়হান উল জান্নাত।
সিলেট:
আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা ও হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মনজুর আহমদ, সীমান্ত রায়, হারুন আহমদ, মাহফুজ হাছান, মিজান আহমদ।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবীর নিহত হওয়ার ঘটনায় নিন্দা এবং দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছু সংখ্যক মানুষ সমাজকে বিভক্ত করা এবং বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন অভিযোগ করে বাসদ নেতারা এসবের বিরুদ্ধে সচেতন মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক উসকানি-উন্মাদনা ও হামলা রুখে দাঁড়ানোর জন্য সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।