ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন রয়েছেন কয়েকশ গ্রাহক।
Published : 30 May 2024, 07:51 PM
লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে; এতে শতাধিক বসতবাড়িসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে আঘাত হানা এ ঝড়ে দুই উপজেলার ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। বিদ্যুৎহীন রয়েছেন কয়েকশ গ্রাহক।
হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি, ফকিরপাড়া ও ডাউয়াবাড়ি ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার মদাতী ও ভোটমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে জানান লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।
ঝড়ে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাগলারপাড় এলাকার উত্তরপাড়ায় হযরত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসার টিনসেড ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে ঘরটি দুমড়েমুচড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে প্রবল বেগে ঝড়ো বাতাস বইতে শুরু করে। নিমেষেই ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড করে দিয়ে যায়।
মদাতী ইউনিয়ন পরিষদের (ইউইপ) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, ঝড়ে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। সেইসঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন করা হবে।”
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, “স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে। তালিকা হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।”