“বুঝতে পারছি না। তার সাথে আমার কোনো শত্রুতা ছিল না”, বলেন হামলার শিকার সাংবাদিক কোরবানি আলী।
Published : 10 Sep 2024, 12:19 AM
সিরাজগঞ্জে যুবদলের এক নেতার বিরুদ্ধে এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কোরবান আলী জেলার সলঙ্গা থানা প্রেসক্লাবের সভাপতি। তিনি করতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
সোমবার দুপুরে সলঙ্গার লুঙ্গির হাটে তাকে পিটুনি দেওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সাংবাদিক কোরবান আলী বলেন, “মোটর সাইকেল নিয়ে সলঙ্গা বাজারের লুঙ্গি হাটায় গেলে, যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার উপর অতর্কিত হামলা চালায়।”
কেন হামলা করেছে- এই প্রশ্নে তিনি বলেন, “বুঝতে পারছি না। তার সাথে আমার কোনো শত্রুতা ছিল না।”
সেলিম এলাহী সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিষয়টি নিয়ে জানতে তার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম পাপন বলেন, “বিষয়টা শুনেছি। এটি দুঃখজনক, ঘটনাটি মীমাংসার চেষ্টা করছি।”
সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন, “ঘটনাটা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”