“দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসা সেবা দিতে সুবিধা হয়েছে”, বলেন চিকিৎসক।
Published : 08 Jul 2024, 07:44 PM
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কামড় খেয়েও এক কৃষক জীবিত রাসলেস ভাইপার সাপ ধরে নিয়ে হাসপাতালে এসেছেন।
সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পদ্মা নদীর চরের ক্ষেতে কাজ করার সময় বোগলাউড়ি কানছিড়া গ্রামের মিলন আলীকে (৪০) সাপে কামড় দেয়।
পরে কিছুক্ষণের মধ্যেই তিনি সাপ নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাজির হন বলে জানান পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক।
কৃষক মিলন আলী বলেন, “ক্ষেতে কাজ করার সময় সাপে কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা এসে সাপটিকে দেখতে পায়; নিশ্চিত হয় সাপটি রাসেলস ভাইপার। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে আমি উপজেলা হাসপাতালে চলে আসি।
মিলন বলেন, “কোনো ওঝার কাছে যাইনি। আমি ভয় পাইনি। হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ আছি।
“সাপটির জাত নিশ্চিত হওয়ার জন্যই হাসপাতালে নিয়ে আসছি।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সেলিম রেজা বলেন, “মিলন আলির অবস্থা ভালো। দ্রুত হাসপাতালে চলে আসায় চিকিৎসা সেবা দিতে সুবিধা হয়েছে।”