সকাল থেকে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
Published : 19 Mar 2025, 03:50 PM
বগুড়া সদরে দুই শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এতে বগুড়ার সঙ্গে আশপাশের জেলাগুলোর যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে মারধরের ঘটনায় দোষীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস পেলে ছয় ঘণ্টা পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন বলে জানান বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।
বুধবার দুপুর ১টার থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জানান বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু।
এর আগে মঙ্গলবার বিকালে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে অটোরিকশা চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার শিকার হন। ব্যবসায়ীরা এই হামলা করেন বলে শ্রমিকদের অভিযোগ।
আহত বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার জেরে বুধবার সকালে থেকে বগুড়া থেকে সব পথের যান চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা। পরে তারা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারেননি।
বেলা ১১টার দিকে শ্রমিকরা স্টেশন রোডে নারিকেলের দুটি আড়তে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। মানিক এবং রতন নামের দুই ব্যবসায়ী ভাড়া নিয়ে সেখানে ব্যবসা পরিচালনা করেন।
আগের দিন ওই আড়তে শ্রমিক নেতা আনোয়ার হোসেন হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ পরিবহন শ্রমিকদের।
শ্রমিক নেতা কবির আহমেদ বলেন, “আমাদের সংগঠনের দুই নেতাকে অন্যায়ভাবে মারপিট করে আহত করা হয়েছে। এর প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবিতে সকাল থেকে যান চলাচল বন্ধ রাখি।
“পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে আমরা কর্মবিরতি তুলে নেই। বর্তমানে যানবাহন চলাচল শুরু হয়েছে।”
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে দুই শ্রমিক নেতার ওপর হামলার ঘটনায় রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে; তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।