ভারতের সীমান্ত দিয়ে বিষগুলো আসে বলে ধারণা বিজিবির।
Published : 29 Oct 2024, 04:37 PM
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার সকালে বিজিবির ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহাবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকালে সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘আলামিন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিরপুর উপজেলার শিমুলতলা এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটি থামান।
“পরে বাসটিতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২৫ মিলি লিটারের ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়।”
কর্নেল মো. মাহাবুব মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্ত পার হয়ে চোরা কারবারিরা বিষগুলো দেশের মধ্যে নিয়ে আসছিল। সেগুলোর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।