সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পাওয়ায় খুঁজতে শুরু করেন স্বজনরা।
Published : 16 Oct 2024, 03:46 PM
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হলুদঘর এলাকায় শিশুটি মারা যায় বলে জানান নলডাঙ্গা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
মারা যাওয়া আড়াই বছরের শিশু মো. আব্দুল্লাহ ওই এলাকার মো. সোহেল রানা মরুর ছেলে।
নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সকালে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পাওয়ায় খুঁজতে শুরু করেন স্বজনরা। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
ধারণা করা হচ্ছে খেলতে খেলতে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্বজনদের আবেদনে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।