জসিম উদ্দিন ২ অগাস্ট ঢাকার বনশ্রী এলাকায় বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন।
Published : 20 Mar 2025, 09:16 PM
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ঝালমুড়ি বিক্রেতা জসিম উদ্দিনের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে গিয়ে জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার।
জসিম উদ্দিন ২ অগাস্ট ঢাকার বনশ্রী এলাকায় বিক্ষোভ চলাকালে গুলিতে নিহত হন। মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার চাচা কালা মিয়া তাকে শনাক্ত করেন। সেদিন রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শাহানা বেগম বলেন, “আমার স্বামী ঢাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। পাঁচ সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি।”
সরকারের কাছে আর্থিক সহায়তার পাশপাশি স্বামী হত্যার বিচার দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে নিহত হন জসিম। তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে।
“এ ছাড়া হতাহতদের পরিবারের অবস্থা বিবেচনা করে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।”
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নিহত আটজনের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান প্রকৌশলী নাজমুল হুদা।