সাফজয়ী ৮ ফুটবলারকে ২৫ হাজার করে দিচ্ছে ময়মনসিংহ জেলা প্রশাসন

ফুটবলারদের দেশে আসার খবরে আনন্দের বন্যা বইছে ময়মনসিংহের ধোবাউড়ায়।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2022, 02:05 PM
Updated : 21 Sept 2022, 02:05 PM

সাফ জয়ী ময়মনসিংহের আট নারী ফুটবালারের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন।

সদ্য সাফজয়ী টিমের আট নারী ফুটবলার হলেন- সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়র।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বিকালে ধোবাউড়ায় গিয়ে আট নারী ফুটবলারের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হবে। একইসঙ্গে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।”

“মেয়েদের সংবর্ধনা দিতে জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। এছাড়া জেলা প্রশাসন মেয়েদের পাশে থেকে সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।”

এদিকে, ফুটবলারদের দেশে আসার খবরে আনন্দের বন্যা বইছে ময়মনসিংহের ধোবাউড়ায়। অধীর আগ্রহে পরিবারের সদস্য ও এলাকাবাসী সানজিদা, মারিয়াদের বরণ করার অপেক্ষায় আছেন।

আরও পড়ুন:

Also Read: ফুলেল শুভেচ্ছায় চ্যাম্পিয়ন মেয়েদের বরণ