“আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে।”
Published : 27 Feb 2025, 05:42 PM
স্থানীয় সরকার নয়; এই মুহূর্তে সংসদ নির্বাচন নিয়ে চিন্তাভাবনা চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেছেন, “আপনারা এরই মধ্যে জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন।”
বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
এ সময় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মাছউদ বলেন, “স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য।
“স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।”
তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের নির্বাচন করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।”
আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আমরা আশা করি, আইনশৃঙ্খলা পরিবেশ দিন দিন উন্নত হচ্ছে। এখানেও কথা বললাম, তারা বললেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”
ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে পৌরসভার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আব্দুর রহমানেল মাছউদ।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম মিয়া, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।