বুয়েট শিক্ষার্থী ফারদিন নারায়ণগঞ্জে সমাহিত

দাফনের সময় কবরস্থানে স্বজন ও সহপাঠীদের কান্নায় বিষাদের পরিবেশ তৈরি হয়৷

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2022, 01:49 PM
Updated : 8 Nov 2022, 01:49 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে৷

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় লাশবাহী অ্যাম্বুলেন্স কবরস্থানের সামনে এসে থামে৷ সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহ কবরে নামানো হয়৷

এ সময় ফারদিন নূরের পরিবারের সদস্য ও বুয়েটের সহপাঠীরা উপস্থিত ছিলেন৷

দাফনের সময় কবরস্থানে স্বজন ও সহপাঠীদের কান্নায় বিষাদের পরিবেশ তৈরি হয়৷ 

এর আগে বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ বাদ আছর ডেমরার কোনাবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ সেখান থেকে মরদেহ আনা হয় তাদের পৈত্রিক নিবাস দেলপাড়া এলাকায়৷

তিন দিন নিখোঁজ থাকার পর সোমবার বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ৷

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন; পাশাপাশি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ফারদিনের ময়নাতদন্ত হয়। পরে হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ সাংবাদিকদের জানান ফারদিন নূর পরশকে হত্যা করা হয়েছে।

তিন সদস্যের চিকিৎসক দলের প্রধান বলেন, “নিহতের মাথা ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে৷ মৃত্যুর আগে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন ওই ছাত্র৷ এটি হত্যাকাণ্ড বলেই ময়নাতদন্তে প্রতীয়মান হয়েছে৷”

ফারদিনের লাশ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ফ্রিজিং ভ্যানে ফারদিনের মরদেহ হাসপাতাল থেকে দাফনের জন্য রওনা হন তার স্বজনরা৷

আরও পড়ুন:

Also Read: ‘ডিসেম্বরে স্পেনে বিতর্ক প্রতিযোগিতায় যাওয়ার কথা ছিল ফারদিনের’

Also Read: বুয়েট ছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

Also Read: নিখোঁজ বুয়েট ছাত্রের মরদেহ মিলল শীতলক্ষ্যায়