রবিউলের কাছ থেকে প্রায় আট গ্রাম হেরোইন ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে ভাষ্য পুলিশের।
Published : 12 Apr 2025, 04:45 PM
লালমনিরহাট সদর উপজেলায় হেরোইনসহ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী।
আটক রবিউল ইসলাম (৩০) সদর উপজেলার খোড়াগাছ এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে এবং পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
রবিউলের কাছ থেকে প্রায় আট গ্রাম (আট পুড়িয়া) হেরোইন ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়ার দাবি করেছে পুলিশ।
সদর থানার এসআই আব্দুল জলিল বলেন, রাতে নির্জন স্থানে ৪ থেকে ৫ যুবক হেরোইন সেবনের সময় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রবিউলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিউলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, “রবিউলের গ্রেপ্তারের বিষয়টি সংগঠন অবগত হয়েছে। জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”
আটক রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ নূরনবী।