শিক্ষানবিশ চিকিৎসককে চাকু মারল ‘ঝালমুড়ি বিক্রেতা’

পেঁয়াজ কাটার চাকু দিয়ে চিকিৎসকের পেটে আঘাত করে পালিয়ে যান যুবক।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2022, 05:48 PM
Updated : 23 Nov 2022, 05:48 PM

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক ঝালমুড়ি বিক্রেতার চাকুর আঘাত আহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় হাসপাতালটির ২ নম্বর গেইটে এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান। 

আহত ফাহিম রহমান (২৮) ঢাকার সবুজবাগের নুর মোহাম্মাদের ছেলে। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

ওই এলাকার কয়েকজন দোকানির বরাত দিয়ে পুলিশ জানান, বুধবার বিকালে ফাহিম রহমান কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা ঝালমুড়ি খেতে একটি দোকানে যান। সেখানে তুচ্ছ বিষয়ে শাকিল (২৫) নামের ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে ফাহিমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতে থাকা পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান শাকিল।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থাকা শাকিলের বাবা ফরিদ ব্যাপারীকে (৫৫) আটক করে। 

হাসপাতালটির উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, “বিষয়টি নিয়ে মিটিং এ আছি; পরে কথা হবে।” 

মেডিকেল কলেজটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ফাহিমের সহপাঠী মোফাজ্জল হোসেন রনি জানান, বর্তমানে তার চিকিৎসা চলছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। 

এসআই আব্দুর রহিম জানান, বাবাকে আটক করা হয়েছে; ছেলেকে (শাকিল) আটকের চেষ্টা চলছে।