বরিশালে অভিযান চালিয়ে ১২ গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
বরিশাল নৌ-বন্দর এলাকা থেকে শনিবার রাতে গোলাম রাব্বি নামের ওই যুবককে আটক করা হয়।
রাব্বি (২৪) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা এনায়েত মৃধার ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদে তাদের একটি দল বরিশাল নৌ-বন্দর এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বস্তা নিয়ে নদী বন্দরের তিন নম্বর গেট পার হওয়ার সময় রাব্বিকে আটক করা হয়। পরে বস্তার ভেতর পলিথিন ও স্কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”
এ সময় রাব্বির সহযোগী মামুন হাওলাদার পালিয়ে গেছে বলে জানান এনায়েত। মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখিয়া বাজার চৌমাথা এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে
তিনি বলেন, এ ঘটনায় দুই জনকে আসামি করে করে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।