এরমধ্যে রায়গঞ্জ উপজেলায় নতুন ইউএনও কর্মস্থলে যোগদান করেছেন বলে জানান জেলা প্রশাসক ।
Published : 11 Dec 2023, 04:20 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশনায় সিরাজগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার বিকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলকে নওগাঁর বদলগাছিতে, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনকে রাজশাহীর বাগমারায় এবং কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারকে পাবনার সুজানগরে বদলি করা হয়েছে।s
শূন্য হওয়া পদগুলোতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান সিরাজগঞ্জের রায়গঞ্জে, বগুড়ার শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা উল্লাপাড়ায় এবং রাজশাহী চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন কাজিপুর উপজেলায় দায়িত্ব পেয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অন্যত্র বদলি করা হয়েছে।
এর মধ্যে রায়গঞ্জ উপজেলার নতুন ইউএনও কর্মস্থলে যোগদান করেছেন। বাকি দুইটি উপজেলাতে দায়িত্বপ্রাপ্তরা দ্রুত যোগদান করবেন বলে জানান জেলা প্রশাসক।