বাসচাপায় মৃত্যুর আগে ছেলেকে বাঁচিয়ে গেলেন বাবা

তিন বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করতে বের হয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2022, 01:57 PM
Updated : 17 August 2022, 01:57 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত্যুর আগে তিনি সঙ্গে থাকা শিশুসন্তানকে ছুড়ে দেওয়ায় বেঁচে গেছে।

নিহত মো. হাসান (৩০) বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। সোনারগাঁ উপজেলার ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। পেশায় তিনি একটি সিমেন্ট কারখানার গাড়িচালক।

সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাসান মারা যান বলে কাঁচপুর হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান।

এসআই প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসান তার তিন বছর বয়সী ছেলে জুনাইদকে সঙ্গে নিয়ে বাজার করতে বের হন। ছেলেকে কোলে করে রাস্তা পার হওয়ার সময় একটি বাস কাছে এসে পড়ে।

“দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই দেখে তিনি কোলের ছেলেকে দূরে ছুড়ে দেন। আর হাসান নিজে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।”

শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন নিহত হাসানের ভায়রা ভাই এএসআই সাদেকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তিন বছর বয়সী ছেলেটি রাস্তায় পড়ে জ্ঞান হারায়। কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। একটু আঘাত পেলেও সুস্থ আছে ছেলেটি।

পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।