রোববার রাতে জেলা রির্টানিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
Published : 08 Jan 2024, 07:27 PM
বগুড়ার সাতটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অপর তিনটি আসনের মধ্যে একটি করে জাপা, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে জেলা রির্টানিং কর্মকর্তা ও ডিসি সাইফুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান। তিনি পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তবলা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদি আলম লিপি পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট।
বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) জয় পেয়েছেন লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৯৫২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট।
বগুড়া-৩ আসনে (আদমদিঘি-দুপচাঁচিয়া) জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খাঁন মুহম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট।
বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) জয় পেয়েছেন নৌকা প্রতীকের ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের নেতা এ কে এম রেজাউল করিম তানসেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৭৫৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট।
বগুড়া-৫ আসনে (ধুনট-শেরপুর) জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী মজিবর রহমান মজনু। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনার প্রতীকের ইসলামী ঐক্যজোটের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট।
বগুড়া-৬ আসনে (সদর) জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু। তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২২ হাজার ৮৪০ভোট।
বগুড়া-৭ আসনে (গাবতলী- শাজাহানপুর) জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু। তিনি পেয়েছেন ৯১ হাজার ২৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী এ টি এম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট।