পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সিনথিয়া তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে পারেন।
Published : 04 Jul 2023, 04:46 PM
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘর থেকে মা ও কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান।
নিহতরা হলেন- ওই এলাকার জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) এবং তার সাড়ে তিন বছরের মেয়ে শিশু লামিয়া। তারা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে সিনথিয়ার ঘরের দরজা বন্ধ দেখে পাশের ঘরের লোকজন ডাকাডাকি করেন। এ সময় মা-মেয়ের কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
“পুলিশ গিয়ে ভেতর থেকে আটকানো দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ফ্যানের সঙ্গে বাঁধা মা ও মেয়ে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।”
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “সিনথির স্বামী জাহিদ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া গত রাতে জাহিদ বাসায় ছিলেন না।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সিনথিয়া আত্মহত্যা করতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।