রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক।
Published : 01 Feb 2025, 11:44 PM
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।
সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১০টায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান এই কর্মকর্তা।