তিনি বলেন, “আমরা নিজেরাই স্বাবলম্বী, তাই বিএনপিতে অনুপ্রবেশকারীদের প্রয়োজন নেই।”
Published : 25 Aug 2024, 05:59 PM
রাষ্ট্রের টেকসই সংস্কার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরাই করতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, “তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
রোববার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‘আঘাতে আঘাতে’ বিএনপি একটি পাথরে পরিণত হয়েছে মন্তব্য করে সালেহ প্রিন্স বলেন, “আমরা নিজেরাই স্বাবলম্বী, তাই বিএনপিতে অনুপ্রবেশকারীদের প্রয়োজন নেই; এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
ছাত্র-জনতার বিপ্লবে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে দাবি করে তিনি বলেন, “যেকোনো মূল্যে এ বিজয়কে সংহত করে চূড়ান্ত লক্ষে পৌঁছতে হবে।”
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সভায় বক্তব্য দেন।
বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী মতবিনিময় সভায় অংশ নেন।